আমি যেন ঘুড়ির মত নীল আকাশের ঐ পারে,
চলেছি উড়ে উড়ে ধীরে ধীরে দূরে আরও দূরে,
পৃথিবীর যাপিত ওই আমার জীবন যেন আমায়,
সূতোর মত সেথায় রেখেছে ধরে বড় আপন করে।


স্মৃতির সূতোয় বাঁধা আমি যেতে চাই যে উড়ে,
আরো দূরে ঐযে দূরের নীলের মাঝে গভীর নীলে,
হারিয়ে যেতে চাই যে আমি নীলিমার গহন পুরে,
ছেড়ে যাও সূতো আছে যত জীবনের লাটাই ভরে।


উড়তে উড়তে ঘুড়িয়ে মত কখন যে কাটবে ঘুড়ি,
ঘুরতে ঘুরতে হারিয়ে যাব না তাকিয়ে পিছন পানে,
ভাসতে ভাসতে চলবো আমি শুণ্যতার অন্ধকারে,
ফিরবো নাতো ওখানে আর পৃথিবীর মাটির টানে।