মাধুরী তোমার অঙ্গে অঙ্গে,
সুনীল আকাশ দেখছে চেয়ে,
আছে সে তোমার সঙ্গে।


কেয়া বনের ঘন সবুজে,
মন ভরালে তোমার রুপে,
সারি সারি কাজুবনে-ঝাউবনে,
হাওয়া খেলে সনসনিয়ে।


উতাল সাগর তোমায় ঘিরে,
ঢেউয়ে দেয় পা ভিজিয়ে,
কিশোরীর মতো নীরব অভিমানে,
চেয়ে থাকো তুমি আপনমনে।


তোমার রূপে ভরিয়ে মন,
এসেছি চলে-তবুও যে
স্মৃতিতে তুমি আছো প্রতিক্ষণ।