ঝাউবীথি সামনে দেখা যায়,
মাঠে অজস্র সবুজ হাসে,
টিয়ার ঝাঁক উড়ে ফেরে,
নীরব নীলিমার নীলাভ ক্যানভাসে।


এতবড় আকাশ দেখিনি কতদিন,
দিগন্ত সরে গেছে বহুদূরে,
দু এক খন্ড সাদা মেঘ,
হাওয়ায় ভেসে ভেসে চলে।


বিরহ টেনে আনে এখানে আবার,
গ্রামের পথে তোমায় খুঁজি বারেবারে,
জানি হবে না দেখা, আছো বহুদূরে,
তবুও হৃদয় জাগে পুরানো সুরে।