বিকালের অস্ত আলোর আভা,
ছড়ালো সারা আকাশ জুড়ে,
কি অপরূপ রঙের খেলা,
হৃদয় আমার ভরে তোলে।


মেঘের দল সাজলো কত,
দেখি দু চোখ ভরে,
পরক্ষনেই পাল্টে সে সাজ,
চললো তারা ভেসে দূরে।


বকের সারি দলে দলে,
যাচ্ছে উড়ে আকাশ মাঝে,
পাখীরা সব ফিরছে এবার,
নিজের নিজের বাসার খোঁজে।


সন্ধ্যা নামে নীরব পায়ে,
শুকতারা জ্বালায় সাঁঝের বাতি,
ফুটলো তারা একে একে,
এবার নামে আঁধার রাতি।


খেলছো কে গো এমন করে,
নিত্য নতুন রূপের খেলায়,
বিভোর আছো সৃষ্টি মাঝে,
ভাসিয়ে আমায় আনন্দ ভেলায়।