খুঁজে ফিরি কোথায় আছে সেই ভালোবাসা,
কামনার উর্দ্ধে ওঠা স্বার্থহীনতার মাঝে রাখা
অরূপরতন, হৃদয়ের সে গভীর ভালোবাসা,
যার ছোঁয়ায় হৃদয় সোনা হয়ে দেয় দেখা।


সে ভালোবাসায় মানিক জ্বলে মনের গভীরে,
হিংসা বিদ্বেষ ক্ষোভ সব ধীরে দুরে চলে যায়,
পুষ্পিত মনের বনে কেবলই তা সৌরভ ছড়ায়,
গভীর আনন্দে হৃদয় আপন মনে গান গায়।


খুঁজে ফিরি আমি সকল সময় সেই ভালোবাসা,
দাও আমায় যদি আসে তোমার মনে একবার,
রিক্ত আঁচলে আমার তুলিব সে ভালবাসার ফুল,
ভরিয়া উঠিবে হৃদয় মন মধুর সৌরভে তাহার।