মহারাজ,তুমি কি আবার
ফিরে এলে পুরানো পথে,
দেখো মহারাজ,তোমার জন‍্য
সাজানো ঐ সবুজ বিথী,
ইউক‍্যালিপটাস,পলাশ,শাল,পিয়ালের,-
অর্জুন,বাবলা,সোনাঝুরি গাছেরা
তোমার জন‍্য নীরব প্রতীক্ষায়;


মহারাজ,তুমি এলে বলে
সেজেছে দেখো কেমন আকাশ,
দেখো মহারাজ,ঝুমকো জবা
কেমন দুলছে পথের পাশে,
মাথানত  হলুদ সূর্যমুখী ঐ
সারিসারি কেমন দাঁড়িয়ে আছে;


মহারাজ,তুমি এসেছো তাই
কাঠবেড়ালি চেয়ে আছে চুপে,
ধানমাঠে ছড়ানো সবুজ দেখো
খেলছে হলুদ রোদের সাথে;


মেঠো পথ এঁকেবেঁকে গেছে,
কি নির্জনতা-ঘেরা চারিধার,
বাবলা গাছে বসে আছে
কালো ফিঙে একা চুপচাপ;


মহারাজ,পুরানো পথে এসে
স্মৃতিমালিকায় কত যে ফুল
নতুন করে ফুটে উঠছে বলে,
তুমি কি সৌরভে বিভোর হলে;


মহারাজ,তোমার জন‍্য দেখো
পুকুরে কেমন ঢেউ উঠেছে,
দেখো মহারাজ,কুর্চিফুল কেমন
ফুটে আছে থরে থরে,
ঘুঘুর ডাক কি মোহিনী মায়া
ছড়িয়ে দিচ্ছে মনের মাঝে;


মহারাজ,তুমি আসবে বলে
সবকিছু নিবিড়ভাবে সাজানো,
তুমি আসবে বলে,মহারাজ
গাছে গাছে ফুল ফোটানো;


তবুও স্মৃতিমালিকায় কোন সে
প্রিয় ফুল ফোটেনি বলে
তোমার মনে আজোও কি তাই
বিষাদের মেঘ উঠেছে জমে,
তাই কি একা একা চেয়ে
ভাবছ সেকথা উদাস মনে।