নেই কোন আশা নেই আকাঙ্খা,
নির্জনতা আনে বড় ঘুমের আবেশ,
আবেগ মত্ততা নেই আজ কোন,
আছে অনুভবের কিছু কিছু অবশেষ।


স্মৃতিরা ঘুমায় মগজের হিমায়নে,
দেখি শুধু সমূদ্রের ফেনিল মত্ততা,
একাকী জেগে আছি সমূদ্রের মতো,
কেবলি মনে পড়ে তোমার কথা।


বিরহ যেন সে এক মায়া হরিণী,
হাতে রাখে এসে তার কোমল হাত,
প্রেম নেই জানি আজ কোনোখানে,
কেমনে কাটাবো আজ এ মায়াবী রাত।