মায়ের স্নেহের উত্তাপ নিতে নিতে,
ষাটটা বছর কখন এসেছি পেরিয়ে।
পৃথিবীর যে সেরা মূল‍্যবান মাতৃহৃদয়,
পলে পলে বুঝেছি হৃদয় দিয়ে।


যখনই বাড়ি ফিরি কাজ সেরে,
দেখি মা আছে আমার প্রতিক্ষায়।
কিছুক্ষণ বসি পাশে,গল্প করি,
ক্ষণিকে মন যেন জুড়িয়ে যায়।


মায়ের প্রাণের এত স্নেহ আকুলতা,
ছুঁয়ে থাকে সদাই আমার প্রাণে,
তুলনা তার খুঁজে না পাই,
বারে বারে ফিরি মায়ের টানে।