তখন নেমেছে রাতের আঁধার,
মেঠো পথে দেখা হলে পর,
অপাঙ্গে চাহিলে তুমি,
আমি রহিলাম নিরুত্তর।


সময় নিয়ে এলো ফিরে,
কুড়ি বছর আগের সময়,
এখনও কি ভুলে রবে,
সে তো দূরে নয়।


সে দিনও ছিল এমনি আঁধার,
ভিজেছিল জ‍্যোৎস্নায় চারিধার,
কত কথা ছিল  দুজনার,
আনন্দ ছিল কি অপার।


একবার সময় মৃত হলে,
আসে কি আর ফিরে,
স্মৃতি বেদনা হয়ে ঝরে
শুধু রিক্ত হৃদয়ের তীরে।


মনে করো তুমি আজ,
এই রাতের আঁধারে একবার,
হৃদয়ে কি জ‍্যোৎস্না ভাসে,
প্রেম আসে কি বারেবার।