কাটল বেলা ভাঙল খেলা,
সকল হলো সমাপন,
এলো আঁধার নাই দেহভার,
গেলো কোথায় সে মন!


বৃষ্টি হয়ে সকল নিয়ে,
জানি সে ঝরবে,আলোর হাওয়ায় বইবে,
আকাশ হয়ে নীরব রহে,
অসীম মাঝে সে চলবে।


শেষের শুরু মেঘের গুরু,
আলোক রাশি যাবে ভাসি,
জানি সে মন রইবে তখন,
মুক্তির আনন্দে নীরবে হাসি।