হে অনন্ত শূন্যতা অনন্ত ব্যাপ্তি,
নীরব নীলিমা হয়ে কেন চেয়ে আছো,
হে অনন্ত সময় সমূদ্র যতিহীন প্রবাহে,
নিয়ে চলেছো কোন অনির্দিষ্ট ভবিষ্যতে।


হে মানব সত্তা অনন্ত শূন্যতা মাঝে,
সময়ের প্রবাহে নিয়ত চলতে চলতে,
সুখ দুঃখ আনন্দ বিষাদের দোলায় দুলে,
অস্থির হৃদয়ে চলেছো কিসের অন্বেষনে।


পথ শেষ হবে একদিন মৃত্যুর করাল গ্রাসে,
ভেসে যাবে চাওয়া পাওয়া সময় বন্ধন,
মৃত্যু বারে বারে আসে শান্তির দূত হয়ে,
জীবনে শেষ মুক্তির কথা সেই বলে যায়।