মনের ভিতর একটি পাখি,
ঝাপটা তুলে ওড়ে,
তার সে ওড়া বুঝতে পারি,
সাঁঝ সকালে ভোরে।


হলুদ রোদ ঝরে পড়ে,
নীল আকাশের বুকে,
কত পাখি উড়ে ফেরে,
কি অকারণ সুখে।


আকাশ চিরে উড়ে চলে,
সিন্ধু সারস কত,
একটু তোলে ডানার ঝাপট,
পরে ওড়ে মনমত।


কি অজানা সুখ যে ঐ,
নীলের নীলে ভাসা,
দুলিয়ে ডানা ভেসে ভেসে,
নূতন দেশে আসা।


মনের ভিতর একটি পাখি,
ঝাপটা তুলে ওড়ে,
সেও চলে ভেসে ভেসে,
কোন অজানার পারে।