কি অপরূপ শোভা রৌদ্রভেজা নীলিমার,
সাদা সাদা মেঘের নিত্যনতুন খেলা,
দল বেঁধে বকেরা ফেরে সাঁঝে,
রাতের আকাশে অসংখ্য তারার মেলা।


ধূসর মেঠো পথ গ্রামকে ঘিরে,
দুধারে কত সবুজ গাছের সারি,
পাখীর মধুর কূজন ভেসে আসে,
কে জানে কি ভাষা তারি।


মাঠ ভরা সবুজ ধানের গাছ,
পায়ে পায়ে স্পর্শে সবুজ ঘাস,
কি আনন্দ শিহরণ মনে জাগে,
চারিদিকে দেখো কত প্রাণের উচ্ছাস।


দেখো,রাতের আকাশের নক্ষত্রের শোভা,
মন ভরে যাবে ব্যাপ্তির বিষ্ময়ে,
বিস্তৃত ছায়াপথে অসংখ্য তারার মেলা,
বিশ্বপিতার পায়ে মন আসে নুয়ে।


চারিদিকে ছড়িয়ে আছে কত আনন্দসম্ভার,
বিবাদ বিষাদ দুঃখ বেদনা ভুলে,
প্রকৃতির সৌন্দর্য মাঝে বিভোর হলে,
তুচ্ছ সবকিছু আনন্দের পরশ পেলে।