ভর সন্ধ্যাবেলা যখন পড়াশোনা ছেড়ে,
খেতে যাবো ভাবছি আমি রান্নাঘরে,
মা বলতো এখন রাক্ষসেরা খায়,
আকাশ দিয়ে উড়ে উড়ে যায়।


ভয়ে আমার খাওয়া যেতো চলে,
ভাবি রাক্ষসেরা এখন যাচ্ছে উড়ে,
তাদের কালো কালো ঘন চুলে,
সারা আকাশে মেঘের ঢেউ তুলে,
তাদের আগুন গোলা দুটি চোখ,
হাতে বড়ো বড়ো সাদা নোখ।


সন্ধ্যা গড়িয়ে কখন হতো রাত,
মা এসে গায়ে রাখত হাত,
খেতে যাই আমি উড়ে উড়ে,
রাক্ষসেরা যেমন যায় আকাশ পরে।