দেখা যায় হলুদ খড়ের গাদা সারিসারি,
সদর পুকুরের পাশের ঐ ধূসর মাঠে,
তারই মাঝে ছোট ছোট গলি পথ,
চার বন্ধু মিলে গল্পে আনন্দে কাটে।


খড়ের গাদায় সামনের খোলা নিকানো মাঠে,
ধান ঝেড়ে চলে কয় চাষী নাগাড়ে,
সোনালী হলুদ ধান পড়িতেছে ঝরে ঝরে,
বিচলির আঘাতের পর আঘাতে বাঁশের আগড়ে।


হলুদ লাল বাদাম পাতা সবুজের মাঝে,
ছোট ছোট ফুল হেলেপড়া বকুলের ডালে,
কি সুবাস বাতাসে ভেসে বেড়ায় সাঁঝে,
তাল গাছের সারি দাঁড়িয়ে আছে অন্ধকারে।


অসংখ্য তারা ফুটেছে আঁধার রাতের গায়ে,
বাঁশবনে জোনাকীর মেলা, ঝিঁঝিঁ ডাকে একসনে,
চারিদিকে সাদা কুয়াশা নেমেছে ধীর পায়ে,
গাদার পাশে বসে গল্প করি চারজনে।


এখনও মাঝেমাঝে গ্রামের সেই হিমেল সন্ধ্যা,
নেমে আসে হামা দিয়ে মনের আকাশে,
এখনও সে ফেলে আসা মধুর স্মৃতি,
ঘুরে ফিরে বেড়ায় আমার পাশে পাশে।