কাকচক্ষু জলের উপর ভেসে চলা,
শিকারার আরামকরা সীটে বসে,
চেয়ে দেখি আমাদের পাহাড়ে ঘিরে ধরা,
মেঘমালা সবুজ পাহাড়ে যায় ভেসে।


জলের ভিতর অজস্র সবুজ গাছের উঁকি,
শিকারা ছুঁয়ে ছুঁয়ে চলেছে তাদের,
তাদের চেয়ে চেয়ে দেখি ধারে ঝুঁকি,
এত প্রাণের স্পন্দন বিষ্ময় জাগায় আমাদের।


হাউসবোট বাঁধা আছে সারি সারি,
ওখানে করা যায় রাত্রি যাপন,
বাজার হাট গ্রাম আছে লেকের চারিধারে,
গাছের পাতা দোলে, পাখীর ডাক ভরে মন।