কল্পনার ডানায় ভেসে যেতে যেতে,
হঠাৎ করে এই পৃথিবীর মাটিতে,
নেমে পড়ে চেয়ে দেখি বিস্ময়েতে,
পুষ্পিত বাগানে মরুভূমির ছায়া নামিয়াছে।


পুষ্পল চন্দ্রমল্লিকা হাসেনা জ্যোৎস্নায়,
বালিহাঁস ওড়েনা আর রাতের আধাঁরে,
জোনাকির দীপালি নিভে গেছে এখন,
কৃষ্ণচৃড়া ঢাকেনা দেহ কুয়াশার চাদরে।


চেয়ে দেখি চারিধারে এক অবক্ষয়,
স্মৃতির গালিচায় এসে সে বলে,
ভালো আছো - কত বছর পরে এলে।
নেই সেই মন - চুরি করে নিয়ে গেছে সময়।


যে মনের ছোঁয়ায় ছিল উত্তালতা,
যার কথা আনত সমূদ্র উদ্দামতা,
সুকঠিন সময়ের নিগুঢ় আঘাতে,
সবই বিগত - চেয়ে দেখি হতাশ্বাসে।