এ আমারি ভুল,
বৃথা এতটা পথ,
এগিয়ে এলাম বেভুলে,-
এবার দিক পাল্টাও,
ওহে মাঝি,শোনো,
পাল ঘুরাও তোমার।


দুদিকে মনোহারী সবুজে,
উত্তাল ঢেউয়ের বিভঙ্গে,
নীলিমার অতল নীলে,
বেভুল তোমার মন,-
দিগভ্রম হল তাই।


এবার ঠিক পথে,
সঠিক লক্ষপানে,
এগিয়ে চলো হে,-
পাল ঘুরাও মাঝি।


সামনে উত্তঙ্গ পাহাড়,
কঠিন নুড়ি পাথর,
এলোমেলো হাওয়ার ঝাপট,
তবুও যেতে হবে,
সঠিক পথে দৃঢ় মনে।


এ আমারি ভুল,
বৃথা এতটা পথ,
এগিয়ে এলাম বেভুলে,-
পাল ঘুরাও মাঝি,
সঠিক পথে চলো।