এগিয়ে দিলাম আমার আনত হৃদয়,
মাথা নত করে সম্মুখে তোমার,
এগিয়ে দিলাম আমার দুই হাত,
যদি ইচ্ছে হয় স্পর্শ করো আমায়।


পঙ্কিল প্রপাত ঢের বয়ে গেছে,
সময় উড়েছে দুরন্ত ঘোড়ায়,
আমি বহু অনুসন্ধান শেষে আজ
জোড় হাত,আবিষ্ট তোমার মায়ায়।


যদি পারো তো,মায়াময়ী,তোমার মায়ায়
আশ্লিষ্ট করো আমায়- চেতনায়,
হে মহাঅনিশ্চয়তা,আবিলতা তোমার চোখে,
ছুঁয়েছো আমার হৃদয়, আমিও তাই
ক্রমান্বয়ে ছুঁড়ে ফেলে মোহের সম্ভার,
মেঘমুক্ত আকাশের অপরুপ শোভায়,
মন্দাক্রান্তা নদীর মতো ধীরপ্রবাহে,
এসেছি তোমার কাছে,হে মহাঅনিশ্চয়তা,
যদি ইচ্ছা হয়,স্পর্শ করো আমায়।