আমি অশান্ত ঢেউয়ের মতো,
আবেগের উঠাপড়ায় যখন চলি,-
চলি নিরালম্ব শুণ‍্যতার মাঝে,
তখন তুমি কেবলই দূরে,
আরও দূরে চলে যাও।


তোমার আমার অপার দূরত্বমাঝে,
তৃষ্ণার্ত চাতক পাখীর মতো,
উড়ি কেবলই নীরব হতাশ্বাসে।
তবু জানি হবে দেখা,
কোনো এক উতল সময়ে,
কাঙ্খিত অফুরান আনন্দ-মুখরে।