ফুল ফুটিল গন্ধ বেরুলো,
ত্যুহু ক্যেনে এলি না,
খোঁপাতে মালা দিলি না।


মহুয়ার গন্ধ ছাড়িল,
মন আমার মাতাল হইল,
ত্যুহু ক্যেনে মাতাল হলি না।


ক্যামনার ঢেউ উঠিল,
ঢেউয়ে ঢেউয়ে মোকে ভাসাইল,
ত্যুহু ক্যেনে ভাসিলি না।


মনেতে আগুন জ্বলিল,
সে আগুনে মোকে পুড়াইল,
ত্যুহু ক্যেনে এলি না।


ফুল ফুটিল গন্ধ বেরুলো,
ত্যুহু ক্যেনে এলি না,
খোঁপাতে ফুল দিলি না।


*পুরুলিয়ার আদিবাসী যুবতীদের বিরহ ভাবের উপর রচিত গীতিকবিতা। স্থানীয় ভাষার ব্যাপারে পাঠকের মতামত গ্রহনযোগ্য।