এভারেস্টে ফ্ল্যাগ তোলা এবারের মত বাকি থেকে গেল  
না হয় হল না যাওয়া অয়ালটেয়ারের ধারে
কিন্তু মনে রেখো আমরা হেঁটেছি বহুদূর  
শ্রাবণ বর্ষায় ভিজে  উজানিয়ার চরে
পউসের মেলা ঘুরে নির্জনে
মারাংবুরুর থানে।


কাপুরুষ সময় আমাদের সঙ্গে পেরে উঠবে না জেনে
মহামারী হয়ে ঘিরেছে চারিধার।
হয়তো অপেক্ষা করছে  অভিমন্যুর হার  
এই দুঃসময়ে।
তবু জেনো আমারাই জিতেছি এতদিন, আমরাই
জিতে যাবো,
স্বপ্ন হারিয়ে যাক, তামাদি হয়ে যাক পৌরুষের
পাষাণ স্ট্যাচু যত।  হাতে রাখো হাত, আমাদের
আকাশ সমান স্মৃতির সম্ভার
কেড়ে নিতে পারবে না কেউ আর।
দুঃশাসনের বুক চিরে আমাদের জিতে নেওয়া
স্মৃতির সময় আমাদেরই আছে
উথলে উঠছে ঢেউ, হাতে হাত রাখো
জিতে যেতে পারি বা না পারি
হারবো না কিছুতে,  থাকো কাছে।  
( ০৯/১/২২)