ক্ষতি নেই কিছু, যদিও অনেক কিছু ছাড়তে হল ।
আকন্দের জঙ্গলে পোড়া শিবতলা জুড়ে ভাঙা কল্কের
মত জীবন ছিল
প্রাকৃত, পরাভূত এবং  প্রান্তিক ।
তবে আনন্দের জন্য ভিক্ষার খাপরা হাতে দাঁড়াতে
হয়নি ধর্ম বা বায়স্কোপের মন্দিরে ।
পাঠ ভাঙা হয়নি যেসব উপাচারের
তাদের কাছেও ছিল কিঞ্চিৎ মজুত ।


হয়তো  এরকমই হওয়ার কথা ছিল,  
খাদ্য আর খাদকের রেখা পরস্পরে ছেদ না
করত যদি, অনন্তকাল ঘুরে মরতে হত
স্যাটেলাইটের মত ।
বদলে যায় পথের সাথী, বদলে যায় বসতবাটি
ক্ষতি নেই যদি বদলে যেতে থাকি অনেককিছু ছেড়ে  
সমূহে আনন্দের পিছু ধরে ।  
---------------------------
২০/৭/১৮