তাকে খুঁজতে হয়,  রোদ ক্লান্ত শহরের আনাচে কানাচে
হট্টমালার হাটে বাটে,  দুদ্দাড় ভিড়ের ফাঁকে, ফেরিঘাটে
হাত ছেড়ে যে গেছে চলে আমার অনবধানের কোন বাঁকে।


দলছুট ছিল সে চিরকেলে
পূর্বপুরুষের নিজস্ব ছাঁচের আদলে
গড়তে চেয়েছি তাকে, সে গেছে স্বেচ্ছা-নিরুদ্দেশে আমাকে
কাদা কিচকিচে কানামাছি খেলার মাঠে ফেলে রেখে


নিরন্তর খুঁজি আমি , কখনো কখনো সে নিজে এসে
হাত ধরে পাশাপাশি হাঁটে, আবার পথভোলার টানে হাত ছেড়ে
হারিয়ে যায়  হাজার প্রতিচ্ছবির আড়ালে।


খুঁজি আমি, খুঁজতে খুঁজতে একদিন দেখি
প্রশ্বাসে  পড়েছে টান, আমার বয়স গেছে বেড়ে ।  
আমার কবিতার বয়স কি তেমনি বেড়েছে?
সে কি এখন  আমার হাত না ধরে
খুঁজে নিতে পারবে নিজেকে?
----------------------------
২৭/১/১৯