আজ রোদনময় মানুষের সাথে তিনিও চলেছেন
তাঁর হস্তমুদ্রার  বরাভয়
কঠিন ব্যঙ্গের মত  মনে হয়
তাই হাত গুটিয়ে নিয়েছেন তিনি ,
চলেছেন সকলের পিছে পিছে ।


মাথার উপর চিল শকুনের আনাগোনা
বৃষ্টি পিছল পথে শুধু নির্মম আছাড়
অসহায় শিশু বৃদ্ধ নারী, অসহায় গর্ভবতী
অসহায় পিতা
গৃহহারা খাদ্যহারা দেশহারা বিতাড়িত মানুষেরা
খড়কুটো আঁকড়ে ধরে সাগর পেরোতে চায়
স্রোতে ভেসে যায় কতো
যারা বেঁচে পাড়ে ওঠে তাদের জন্য
ভিনদেশী পুলিশের তাড়া  অপেক্ষা করে  থাকে
ফের  জলে পড়া, আবার সাঁতার
আবার বুটের লাঠি, আবার ওপার


সেই সব উদ্বাস্তু হীনমূল মানুষের মাঝে
তিনি মিশে আছেন আজ
কিছুই করার নেই তার
করুণ দৃষ্টি মেলে দেখা ছাড়া


হাতের বরাভয় কঠিন বিদ্রুপের মত মনে হয়
তিনি পেছনে মুড়ে নিয়েছেন হাতের সাজ  
ধ্যানমগ্ন তথাগত মূর্তি তার নিরেট পাথর আজ।
--------------------------------------
০৫/১০/২০১৭