ফিরে আসে সুবুজ উপত্যকা
ভরে যায় পউষের শস্যক্ষেত
হলুদ উদ্ভাস বহে আনে  গরম ভাতের ধোঁয়া
আবার হেসে ওঠে নবান্নের দেশ
মাঝখানে বয়ে যায় আমদের ঘর্মাক্ত দিন
আমাদের বয়েসের গাছে বাসা বাঁধে উচাটন পাখি
আমারা একটু একটু করে বুড়ো হয়ে যাই
স্মৃতির বাক্স ভরে ওঠে পুরাতন ধার বাকি।


ফিরে আসে সুবুজ উপত্যকা
ফিরে আসে ভাঁটির দেশের  নদী
আমরা একটু একটু করে বুড়ো হতে থাকি
ছানি চোখের অপেক্ষায় আঁকি ভালোবাসার অকুল বারিধি।  
_________________________
১৬/১/১৯