অনেক লিখেছি  
গলাটিপে মেরেছি তারচেয়ে অনেক অনেক বেশী
আমি আর সমান্তরাল সভ্যতার মাঝে বিস্তর ফারাক
অনগম্য ব্যবধান জুড়ে করাল কুম্ভীপাক
গিলে ফেলতে চায় প্রতি দিন ও রাত্রির ফলক
ডুবছে তালুর রেখা, কাটাকুটি খেলার আকাশ


হরিণেরা চিড়িয়াখানায় সুখী, বাঘ কুয়োতলার ছায়ায়  
মানুষেরা কিসে সুখী বলা বড় ভার,  তবু ইতিউতি
চোখ যায় , ক্রিসমাসের রাংতা জড়ানো তারা
হাতছানি দেয়


চিলের চোখ ধার করে অনেক দেখেছি,
দেখেছি নদীর কিনারা, দেখেছি ভাগাড়
অনেক লিখেছি, গলাটিপে মেরেছি  তার শতগুণ
নয়তো উন্মেসের আগে করেছি অসাড়।
________________________________
© শ্রীতরুণ গিরি(অর্চিষ্মানকবি)  - ৯/১/২০১৮