ঘুমাও তুমি, একা  ঘুমাও  আজ
  দ্বিধা দ্বন্দ্ব বালিশ তলায় রেখে
মেঘের দেশে স্বপন ভেলায় ভেসে
   ঘুমাও তুমি শিথিল করে সাজ


বলিনি কি বড্ড  একা আছি
বলিনি কি তোমার গালের  মাছি
তোমার স্মৃতির  তুমুল নাচানাচি
জাগিয়ে রাখে আমায় সারা রাত

জান না কি কত্ত ভালোবাসি
দাঁত চাপা ঠোঁট, টোল পড়া গাল, হাসি
মিথ্যে তোমার অনুযোগ রাশি রাশি  
ভাসিয়ে দিও ঘুমের ভেলায় আজ


বলেছিলে থাকবে আমার পাশে
কঠিন পথে অমনি  ভালোবেসে  
ফাঁকি দিয়ে গেলে অবশেষে
আমায় একা ফেলে  পথের মাঝ


আসবে আবার  শ্রাবণ  ঘনঘোর
জানালা ভেঙে ভিজাবে ঘর দোর  
উদোম করে কোমল পাহাড় বুক
আঁচল খুলে মুছবে না এই মুখ
হাতের কাঁকন  বাজবে না ঝণঝণ
রাখবে না আর  ঠোঁটে  নিমন্ত্রণ
জ্বলবে না আর আগুন জলের মাঝে
বিরতি আর পড়বে নাগো কাজে  


সকল রঙিন কফিন ভরে নিয়ে
তুমি ভিজবে নদীর ধারে একা ,
আমার ভুবন থাকবে প্রতীক্ষায়
ডাকবে কখন  তুমি নিজের  কাছে  
দূর্বা ছাওয়া নরম মাটির নিচে


             --শ্রী তরুণ (৯.৮.২০১৪)