এখনো চলেছি  আমি
এখনো হাঁটছি এ পথ ধরে
যে মায়া, মমতা ভরে বুনেছিলাম চারা  এই অনন্ত প্রান্তরে
দুহাতে আগলে রেখে, লালিত করেছি যাদের  
রোদে ঝড়ে জলে -
পরিপক্ক শীষের  ভারে নুয়ে পড়া  স্বপ্নের সে সম্পদে
চাষি সব  কেটে নিয়ে গেছে তারে সোমত্ত বয়েসে ।  
  
নিঃস্ব এ চরাচর ছেয়ে আছে অশ্রু কুয়াশা ,
ধোঁয়াশা  বাতাস  দৃষ্টি  অন্ধ করে দেয় -
রিক্ত আশাহত  ক্লান্তি পদে পদে টেনে ধরে পিছে - ।


এই আলপথে-
নাবাল জমিতে হেঁটেছি কতদূর
আজানের ডাক শুনে পিছনে ফিরেছি ।
অতি দীর্ঘ পদ-ছাপ একা সঙ্গী আমার
দেখতে থাকি আমি,  
সান্তনার ভাষা শুধু এই, আমি একা নই তবে , এসেছে সেও -
সেই সারমেয়, মহাপ্রস্থানের পথে।

   শ্রীতরুণ  { ১২/৮/২০১৪}