আমি দুহাতে আগুন জ্বেলে
হিম কঠিন রাত্রি পেরিয়ে এসেছি,
দেখেছি রাত্রির নীচে মৃত নক্ষত্র পাথার,
আর তার উপরে ভেসে ভেসে অজেয় কমল  
ফুটে আছে অনন্ত চৈতন্য জুড়ে,
সমস্ত নক্ষত্রপুঞ্জ উন্মাদের মত ভয়ঙ্কর ঘোর নাদে
তার পিছু পিছু ঘুর্ণি পাকে ঘুরে ঘুরে ক্লান্ত বিধস্ত হয়ে
কৃষ্ণ গহ্বরে লীন হয়ে যায়।
আমার পায়ের নীচে সেই সব মহাজাগতিক শব
হাওয়ায় বাজছে শকুনের কান্নার মত পৃথিবী ব্যাপী
নিরাশার ধ্বনি, বাজছে কালনাগিনীর হিস হিসে নিঃশ্বাসের সুর  ,  
আমাকে ঘিরে হি হি রবে অযুত প্রেতাত্মার হিংস্র তুড়ুক নাচন ।
দুহাতে আগুন আমার, দূর থেকে
আমাকে দেখে কালপুরুষের  কুকুর লুব্ধক ,
  
দুহাতের আগুন আমার ধিরে ধীরে স্থিমিত হয়ে আসে
আমার হৃদয় কাঁপে - যদি সে সন্ধান পায় হৃদ সাগরে সে কমল
যদি নক্ষত্রদের মত আমাকেও  খাক করে দিতে  
তার অহংকার ধনুকে টঙ্কার দেয় -
যদি জ্যা পূর্ণ করে ব্রহ্মাস্ত্র  আহুত হয় ,
তবে কোথায় রাখব তোকে
ও আমার প্রাণ  ভোমরা , কোন সিন্ধুতলে  
কোন নিদ্রাগত রাজকন্যার খোঁপায় লুকাব আমি তোকে


তারচেয়ে আমার দুহাতে,  রাখ তোর হাত
আবার জ্বলে উঠুক পূর্ণ সাক্ষী হোমের আগুন
আয় একবার একসঙ্গে আকাশ বাতাস মথিত করে
প্রলয় নাচন নাচি
হাতের আগুন বেয়ে আসুক বুকের গহ্বরে
প্রতিটি তন্ত্রীতে বেজে উঠুক মিলনের ভৈরবী


আয় তবে একসঙ্গে পুড়ে অমর হই -  


-----শ্রী তরুণ (৬/৯/২০১৪)