আমার কোমল শৈশব দিলাম তোমাকে
ঢেকে রেখো রৌদ্র থেকে , বিহান বেলায় -
কিছু কিছু জল দিও মূলে আর অমল শাখায়
সবুজ রাখতে যদি পারো -


উন্মুখ হাওয়ায় মেলা আমার দস্তানা  
পেড়ে নিও শীতের আগেই, আলো নেভার দিনে
জবু থবু ঘর কোনে বসে হাতে নিও কর্তিত হৃদয়
যদিও উতপ্ত নয় আগের মতন, খুঁজে দেখো ঘামগন্ধ
এই অবুঝের, এখনও  বাগ্ময় ।  


শীত নাও বর্ষা নাও, শরৎ হেমন্তও
তোমাকে দিলাম যত স্নিগ্ধ সময়
উজ্জ্বল সুখের দিন,  উচ্ছল আতর ।
ক্রোধ ঘৃণা বিপ্লবের  ঊনপঞ্চাশ আগুন
পুড়ে পুড়ে খাক হয় দুঃসহ বাস্তব
কিছু কিছু "ভালো" থাক তোমাতে গচ্ছিত
বাক্সে রেখো সোঁদা গন্ধ, মাঝে মাঝে মেখো ।


প্রতিদিনের গ্লানি, জীবনযুদ্ধের ক্ষত
উদভ্রান্ত,   রক্তাক্ত,  নগ্ন বর্তমান যত
এ শুধু আমার থাক, একার আমার  ।


             ----- শ্রী তরুণ (১৮/১০/২০১৪)