আমি কি তোমার কাছে, মুক্তি চেয়েছি কোন দিন
হয়ত বা তাই -
এই ক্ষণভঙ্গুর মন, দোলাচল, খণ্ড বিখণ্ডিত সঙ্কুল পথে
তোমার বিবর্ণ ইচ্ছা হতে -
আমি কখনো চেয়েছি মুক্তি তোমার পৃথিবী থেকে
মরু-নির্জনতা থেকে, ক্লান্ত পথের দীর্ঘ ফাটল থেকে
বৃষ্টি শূন্য আনাবাদে , বাতাসে ওড়ানো ছাই থেকে - ।


হয়ত এই সব শুষ্কতার মানে - আমি
আমিই হয়ত সে দগ্ধতা - জানি,
নদীজলে নিজের প্রতিবিম্ব  খুঁজেছি,
মুহূর্তে আত্মসাৎ করেছে সে, আমার ছায়াকে ।
এত  শুষ্ক  রিক্ত হয়েছিলাম,  
তবে আর  দোষ দেব কাকে।


            ----- শ্রী তরুণ (২।১১।২০১৪ )