একটা গোটা ম্যারাথন দৌড়ের শেষে
শ্বাসরোধকারী সত্য বুকে  ঝাপটায়
উড়ু উড়ু  জীবনের কঠিন খাঁচায়  
মৃত্যুর পাখি টুক টুকে আনার দানা
চিনে নিয়ে ভবিতব্য খেয়ে খেয়ে যায় ।
জন্ম কি এতই করুন  তীব্র বিধান  
যত দিন যায় তত গুন বাড়ে ক্ষয় ?  
অমোঘ অব্যায় ? রাখো তবে শেষ কথা  
ভুলোনা আমায়, যত দূর যাবে যাও
ফিরে এসো কোন একদিনের সকাল  
হয়ে আমার দরজায়, ভালোবাসার
একটি গোলাপ রেখে বলো - যেতে হবে  
ম্যারাথন শেষ হলে,   সমস্ত আমোদ
অপবাদ রেখে শেষ  লাইনের পারে   ।।


     --- শ্রী তরুণ (১২/১১/২০১৪)