পুরানো হিসাবের খাতা গুছিয়ে রাখি ভরে
যত দিন ঋণ শোধ, খাতক  না করে  ।
পুরানো বোতল রাখি  পান করে সারা
বন্ধুদের দেখাবো খেয়েছি ফরাসী মদিরা ।    
  
পুরানো কথার সাথে পুরানো দুঃখও  
গোপন লকারে তাড়া বেঁধে রাখি
প্রচুর রসগোল্লার ফাঁকে একটু খানি নুন
মাঝে সাঝে চাখি ।।


          ------- শ্রী তরুণ (২২/১১/২০১৪)