যে বিষণ্ণতা আমাকে কুরে খায়
সে কি আসে না তোর দরজায় ?  
কোনদিন ? কোন অছিলায় ?
সেকি শুধু আমার উর্বর ধরা ধু ধু
মরু আগ্রাসনে একটু একটু করে
গিলে খেতে চায় ?


সন্দেহ হয় তোকে দেখে
কি অনায়াসে মেশাতে পারিস সেঁকো বিষ
আমার বিশ্বাসে , জেনেছি যে আগে
বিল্বমঙ্গলের রজ্জু ভাবা সাপ ছুঁয়েছি কতবার
তারও পরে তোর ঘরে ঝরোখা খিলানে
কত উত্তাপ, আলপনার  বিকার ,  গুপ্ত গল্প কথা,
তোর প্রতিমার  সামনে ধূপ পোড়ে বিষণ্ণতা
তার  গুমো গন্ধ আমার ঠিকানা কিকরে খুঁজে পায় ?

আসলে সে সুপারি কিলার
তুই তাকে দিয়েছিস বরাত আমাকে মারবার ?