আমাদের আকাঙ্খার নিজস্ব কোন ভাষা নেই
আমাদের স্বপ্নের নিজস্ব কোন ছবি নেই
আমাদের চলাচলের নেই নিজস্ব পথ
হাতে হাত ধরে  অনেক ক্লান্তির পরে
শেষ অবধি ভেঙ্গে দিতে হয় নিজস্ব শপথ  ।


এখন আমি -
গল্পের পরে গল্প সাজাই
রাতের পরে রাত
তুষার ঢাকে পর্ণমোচী
নিজস্ব আবাদ  
মেরুদণ্ডে ঘুন ধরেছে দেখে
চাটছে থাবা লোভী মনের  বাঘ  

নগ্ন হয়ে অবগাহন বাকি
আড়াল খুঁজি বুড়ি চাঁদের চোখে
লুকিয়ে নিজের অস্থি অবশেষ
তর্পণে আজ ভাসাব আমি কাকে

এবার -
নিয়তি কে ধরব  চিত করে  
ফেলব ছিঁড়ে  তার মোহিনী  সাজ
- ' আর কত খেলবি আমায় নিয়ে
  তোকেই আজ করব বরবাদ '  


       -----  শ্রী তরুণ (১৯/১১/২০১৪)