মাটি ছেড়ে যায় পাখি
পাতার আকাশ তাকে ডাকে ডিমের বাসায়
ঊদোম সূর্যের দরজায়  তোর অভিমান ছেড়ে যায়  
আমাকে একা রেখে


কোনারকের পেন্সিল স্কেচ করি,  মনে হয়
যক্ষিণীর  কঠিন বুকের চূড়ায়   হয়ত পাথর নয়
টুল টুলে দুটো ফোস্কা কাহারো  আঁচড়ের অপেক্ষায়
এখনো  চেয়ে আছে ,
তার পায়ের নীচে ক্ষয়ে যাচ্ছে দুরন্ত সোপান


এমন বিপরীত পতন ঘটতে থাকে আমার বয়ঃসন্ধির দেশে
রাংতার  ধারাপাতে এমন হারিয়ে যাই  
আঠারো উনিশের নামতা আর করায়ত্ত হয় না আমার --।


      ------ শ্রী তরুণ (৭/১/২৩০১৫)