হয়তো এসেছি অনেক দূর
নগ্ন অনিদ্রায় বিছান ছিল কার্পেটের অভিশাপ
বিন্দুহীন হয়েছিল পরিখা আদিম
স্রোতের ভেতরেও ছিল স্থবির আকাশ


কি কি হলে আমি হই, কতটা আমরা, তার ইতিহাস
আগে থেকে ভেবে নেওয়া হল অনিবার্য সভ্যতা বিকাশ
অ্যামোনিয়া প্রিন্ট আর তার এককোণে রাখা
কয়েক বিন্দু সদিচ্ছার মত স্কেল ও কম্পাস


ভয়ের ডায়েরি লেখা হাতে পাথর খুঁজেছি
আইস অ্যাক্স দিয়ে খুঁড়েছি  অনেক  শপথ
বেসক্যাম্পের আলো নিভে গেছে, অক্সিজেনে ধরেছে আকাল
পৃথিবী দুর্গম করে রেখেছে যে পথ, তার নেই বিন্যস্ত বিকেল


হয়ত এতখানি না আসাই ভালো ছিল আজ
যত দূর গেলে আর ফেরে না বিশ্বাস
বিপন্ন হয়েছে অতিক্রান্ত জুতোর দাগ
চিরতরে বিলুপ্ত হওয়ার আগে এসো গোল হয়ে বসি
পাঁজরে জ্বালি ক্যাম্পফায়ার, নিজের নিজের কথাগুলি
এখনি বলে ফেলি
চুম্বন তো দাবি সনদের বসন্ত বিলাস
যে গেছে কৃষ্ণচূড়ার দেশে, সে যাক
এসো আজ সমবেত ওমে ভরে ফেলি শীতের আকাশ ।  

                        ------ শ্রীতরুণ (২৭.১.২০১৫)