***১
রাত্রি হলে ঘরে ফিরে আসি
অন্য কোথাও যাওয়ার নেই যে আমার
চারদিকে কত আলো কত আমোদ
ছুটছে পৃথিবী দেখি যার যেমন সাধ
এর মাঝে দুজন বেচারা শুধু জাগে
শূন্য ছাদে - আমি আর চাঁদ ।।  


***২
অনেক  কেঁদেছি , যতক্ষণ না  ফুরিয়ে গিয়েছি
যখন ছেড়ে  গেলে তুমি- এমন বয়ে গেল ঝড়,    
তারপর, বৃষ্টি শেষের আকাশ দেখে সব ভুলে গেছি
চোখ মুছে বলেছি  -উদাত্ত সুনীল, আহা কি সুন্দর কি সুন্দর !  


***৩  
অনেকে হয়েছে বিবাগী, বাকি সব হয়েছে সংসারী
শুধু কিছু একাকী আত্মা এখনো বাঁচিয়ে রেখেছে প্রেম  
এই যেমন -  
জলের ধারের বেঞ্চি, হলুদ দুপুর, আর ভিক্টোরিয়ার পরী ।।


                       ---   শ্রীতরুণ (২৮.১.২০১৫)