নিজেই নিজেকে আমি অমরত্ব দিই  
  এ আমার নিজস্ব প্রয়াস ।
অকারনে মানুষেরা মৃত দের ঘরে
টেবিল চেয়ার পেতে বাক্যালাপ করে
বিতর্ক সভায় ডাকে ব্যক্তিত্ব বিলাসে ,
নিজেকে নিজেই আমি কারাদণ্ড দিই
কালাপানি পার করে  যমের দুয়ারে ।


প্রিয়ংবদা কত দূর পরিধি তোমার
তারও পরে দৃষ্টিসীমা যেখানে পৌঁছায়
সেখানে আমার পতাকার সীমাহীন উল্লাস দেখা যাবে
হয়তো সে আজ নয়, হয়তো নয় কাল, কিন্তু
কোন এক দিন সে আগুন হয়ে বিচ্ছুরিত হবে ।
একটি মহাক্রোধী হ্রেষা ধ্বনি শুনবে যখনি , বুঝবে
সে আমার  দূর্বার অশ্বমেধের ঘোড়া
তোমাকে জিতবে বলে উদ্যত হয়েছে।


নিজেই নিজেকে আমি নগ্ন  করেছি
দিয়েছি ফুলের সাথে কাঁটার মুকুট
ক্রুশবিদ্ধ করে দিয়ে বিস্তৃত দুটি হাত
পুরস্কার বলে আমি  তোমাকে দিয়েছি ।


      --- শ্রীতরুণ (৩০/১/২০১৫)