দিতে পারি না পেটের ভাত, লজ্জা ঢাকার ত্যানা
তবে ,  যখন তখন দিতে পারি পেট্রোল বোমা
বিদ্যা নেই মাথে, বোধ নেই বুকে
নেতা নেত্রীর কথায় নেচে আছি মহা সুখে


আমার কিংবা নেতার ঘরের কেউ তো যায় না ট্রেনে,বাসে
তাই বোমা মেরে জ্বালিয়ে দিতে, কি আর যায় আসে
বিপক্ষ বা নিরপেক্ষ  হলে এবার মরতে হবে ভাই
আমার দলে চলে আসো,  নইলে রক্ষে নাই


শুধু মাঝে মাঝে একটি কথা মনে ধাক্কা দেয়
আমার মত বীরপুরুষ যদি ওদের ঘরেও জন্ম নেয়
আমার মত সেও যদি   অ্যাসিড বাল্ব রাখে  
বদলা নিতে ঝাঁপিয়ে পড়ে মারে আমার মুখে
তখন নেতা নেত্রী কতখানি কাঁদবে আমার তরে
পেটের ভাত কি পারবে দিতে আমার ভাঙ্গা ঘরে
বউ আমার,ছাওয়াল আমার কাঁদবে কি ওদের মত
পেট্রোল বোমে  উজাড় করে যাদের কাঁদিয়েছি যত ।

                ------- শ্রীতরুণ (১১/২/২০১৫)