ইট কাট পাথর সঞ্চিত থরে থরে
সাজানো গছানো সযত্ন সৌধ, ধরে ধরে
টুকরো টুকরো করে ভাঙ্গি -


আরক্ত চোখে দেওয়ালে কন্দরে খুঁজি
খুঁজে ফিরি কোথায় লুকিয়েছি
আমার প্রিয়তম ভুলগুলি, যাদের
অনেকদিন হারিয়াছি  সুদ্ধতার মোহে


এতদিন সাজিয়েছি ঘরদুয়ার
বাহারি মিথ্যার ফুলদানি , বাক্স বিছানা
দরজা জানালা সব ঠিকঠাক
শুধু ভুলেছি গড়তে চোরাকুঠি


আয়নাতে যাই যদি
খসে পড়ে চুনবালি ইটকাঠ পাথরের জোড়
নিজেকে নিজের কাছে চিনতে পারি না আর
সব ভালো দিয়ে কি আর মানুষ চেনা  যায়


চোরাকুঠি রাখিনি বলে সব হারিয়েছি
সেই প্রিয়তম ভুলগুলি আবার
তাই খুঁজতে বেরিয়েছি।


    ------ শ্রীতরুণ (২৩/২/২০১৫)