(পুরাতন রচনা থেকে )


রক্তে লেখো অহংকার
লাথি মারো শুদ্ধিতে
ঘুমোতে যাওয়ার আগে
চলো ডুব দিয়ে আসি


অবগাহন স্নান করো
সাধনা ভাঙ্গাও তার
ঐশ্বর্য তালুতে ধরে
বল - ভালোবাসি


সকলেই ভুলে যায়
কেউ কেউ হয়  সুখী
আগুনে দাঁড়িয়ে বলো
- এই আমি আছি


ধ্বংস যজ্ঞ শুরু হোক
পঞ্চভুতে দাও শুভাশুভ গুলি
উজানে ভাসাও দেহ
চলো ভেসে চলি ।।

   ----- শ্রীতরুণ (২৭/১২/১৯৯১)