লুব্রিকেন্ট সাগর
ছেড়ে এসো,
প্লাশাণ্টার দড়ি ছিঁড়ে
চলে এসো  গর্ভের দরজায়
ডিমের দেশ অন্ধকার অন্ধকার


পৃথিবীর রূপ রস গন্ধময় সংসারের
নিবিড় আলিঙ্গন অপেক্ষা করে আছে
যদিও দেওয়ার মত অবশিষ্ট বেশী নেই তার
আছে কিছু প্রকৃতির দুর্লভ ঐশ্বর্য , কিছু প্রকৃত মানুষের
ত্যাগ জাত  সম্পদ সম্ভার,
বাকি সব ঘৃণাবস্তু, দীর্ঘশ্বাস, যুদ্ধ হিংসা অত্যাচার
বাকি সব দুর্বলের হাহাকার, ব্যর্থ  হাহাকার ।


প্রতিভাত হও নির্ভীক  তরবারি  
কোষমুক্ত হও  জ্যোতির্ময় অহংকার
আবার নূতন করে আরম্ভ হোক
সত্যের জয় জয়কার  ।।


       --- শ্রীতরুণ (অর্চিষ্মান কবি )
                 ( ২২.৭.১৯৯৩)