প্রতিধ্বনি যখন বাজে, শব্দ জানায়, আছি বেঁচে
আমার প্রানের শহর, দূরে চলে যায়, আবার ডাকে


সামান্য দিয়েছ , অনেক আশায় রেখেছি নিজেকে
মিছিলের,  ব্যাপারীর, হকারের, বাস ট্রাম রেলের অগণিত
যাপনের  শেষে,  যদি অবশিষ্ট কিছু থাকে, দিও হে আমাকে
আমি জাগিয়ে রেখেছি নিজেকে ।


শ্লোগানে, বাড়ি ফেরা কল্লোলের ভীড়ে, স্কুলের টিফিনে,  
মাঠের উল্লাসে, মঞ্চের অলীক অভিনয়ের পরে , যদি
সময়  থাকে, এসে বসো পাশে  ,  বাদামের ঘুম
ভাঙাতে ভাঙাতে উড়ে যাওয়া খোসার সাথে একটু খেলা করি  
আমি অপেক্ষায় রেখেছি নিজেকে ।


অনেক আলোর উৎসব তোমার ,
চোখ কানা হয়ে যায় আলোর উল্লাসে,
আমি এপথ সেপথ করে হঠাৎ হারিয়ে যাই
কুণ্ডলী পাকানো অন্ধকারের দেশে
বেভুল দাঁড়িয়ে থাকি, ভাবি, তবে কি সব আলো মেকি ?  
নাকি ভুল পথে চলে গেছি শেষে
তোমার বাড়ান আঙুলের অপেক্ষায় রাত কেটে যায় ।
এসো, আলোর উন্মাদনা ছেড়ে, ক্ষণিকের তরে ,
যদি পারো , হাত ধরে নিয়ে যাও , তোমার নিজের দেশে
আমি অপেক্ষায় রেখেছি নিজেকে ।
  
                     --- শ্রীতরুণ (অর্চিষ্মান কবি)
                               (১৫/৩/২০১৫)