প্রার্থনা বা অভিযোগ কিছুই অবশিষ্ট রাখিনি বালিশের নীচে।
বরং তার কভারে বুনেছি কপোত কপোতী ।  
সে দুজনে  উচ্চ ডালে বসি  আলাপনে মাতে ।
আমার  ঘুমের ব্যাঘাত হয় মাঝরাতে ,
তাহাদের গুপ্ত কানাকানি
কাগজের নৌকার মত দুলে দুলে আঁধার সমুদ্র বেয়ে ভেসে আসে।
আমি দৈববাণী শুনবো বলে কান পেতে রাখি ।
তারা কি জানে আমার পারানি-খবর ?
জানে কি কোথায় ডুবেছে আমার সপ্ত ডিঙ্গা মধুকর ?


সুনামির তাণ্ডব পেরিয়ে এসেছি  
আমি জনেশুনে বিষপান করে বসে আছি
অনুযোগ করব আর  কাকে,  
মাঝ দরিয়ার একা ফেলে আমার সারেং পালিয়েছে ।


আশা আছে ।  এখনো ভেসে আছে ভাঙ্গা লাইফবোট ।
আছে জোড়া কপোত কপোতী,  


আমি প্রতি রাতে কান পেতে রাখি
বড় উচ্চ ডালে   তারা থাকে
তাদের গভীর বার্তা জলের কল্লোলে ডুবে যায়
আমাতে পৌঁছানোর আগে ডুবে যায় কোন  ঘূর্ণি পাকে


               ------শ্রীতরুণ (১/৪ /২০১৫)