এখন আমি আধভাঙ্গা চাঁদ দিচ্ছি জোড়া
ফাটল গেছে বনের কিনার নদীর নীচে
এখন আমার ঘরের কথা পাড়া পড়শি
সব জেনে নেয়, আমার নিজের জানার আগে


আসলে সে শ্যামলা বরণ কিশোরী যে
আমি হলাম চল্লিশোর্ধ্ব  মুক্তমনা  
মাথার চুলে রুপালী ছোপ তাই বলে কি  
একটু আধটু খৈয়াম খেয়াল করতে মানা ?


সাকী তাকে বলিনি তো , সে যে সখী  
নিজে থেকেই চেয়েছে হতে বিকেল বেলায়
মনঘুড়ির লাটাই  আমি তার হাতে দিই
সে মনের সুখে আকাশ জুড়ে তাকে ওড়ায়


নর-নারী মানেই বুঝি বিছানা বালিশ ?  
চটচটে পাঁক, মুচকি হাসির ব্যাপার স্যাপার ?
কামুক যারা পাঁকের পোকা এমনি জানে ।
প্রেম কি শুধু শরীরখাকী  শকুন নাকি
আমরা জানি ভালোবাসার অনেক মানে।  


উদার আকাশ, মুক্ত বায়ু, সমুদ্রঢেউ
সব ছোঁয়া যায় শুধু একটু বসলে কাছে ।

      -----শ্রীতরুণ (৩/৪/২০১৫)