আধখাওয়া আপেলের লোভে  
মাঠ ঘাট ছাড়িয়ে শেষে লঙ ড্রাইভ,  টাঁড় ভূমি ,
অনেক অনেক দিনের ক্লান্তি মাখা মাখি -  
হৃদয়ঙ্গম হল না এখনো,  কংক্রিটে বেঁধে দিলে
নদী কার চোখ ধার করে কাঁদে ?
গেলাস ফুরিয়ে গেলে ,রুটিনের পাপোষে
দুপায়ের দাগ মুছে ফেলে
সিগারেটের আগুনে কি কি পোড়ান যায় ?


অবিকল তোমার মুখের মত শান্ত  জল
আমার শরীরে সেঁচে তৃপ্ত হতে চাই
জানি না সে কতখানি পরিচ্ছন্ন করেছে আমাকে
কিন্তু সে অনলবহ নাড়ির ভেতরে থরের হাতুড়ি -  
- অহরহ ঘা -  আপেলে কামড় ......  


রিং টোন পুরানো হয়,
ডেকে দেওয়ার সংখ্যাগুলো বদলে বদলে যায়
আপেলের ক্ষতস্থানে রক্ত চুইয়ে পড়ে
আঙ্গুলে মলম নিয়ে নদীবাঁধে গান গায় ব্যালাড সিঙ্গার ।


         ----- শ্রীতরুণ (৫/৪/২০১৫)