অপেক্ষা করে থাকি
আশা নিয়ে , যেটুকু আমার পরিধি , ততখানি
হয়ত কখনো কুঁজোর চিত-শোয়ার ইচ্ছা জড়িয়ে দিয়ে
একটু খানি বেশী,  এই আরকি !
নদীতীরে বসে থাকি, সে খেয়া পেরিয়ে আসে যদি
পাকদণ্ডীতে এগিয়ে থাকি, পাহাড় ডিঙিয়ে আসে যদি
অপেক্ষা করতে থাকি, অন্যের দেখাদেখি


হাওয়ায় গন্ধ ভাসে তার, ঢাক ঢোল বাজে , বুঝি সে এসেছে
আমার দরজায় নয় অন্য কোন ভাগ্যবানের কাছে
আমি তাদের আনন্দ হুল্লোড়ে মেতে যাই
আমার কাছে না হোক , কেউ না কেউ  নবরূপে পেয়েছে যে তাকে ।
যাকে পাই জিজ্ঞাসা করি - এখন কেমন দেখতে সে, এবার কেমন সেজেছে ?
কেউই বলতে পারে না ঠিক,  সকলেই দেখায় একে ওকে ।


হুজুগ হুল্লোড় থামে একদিন
দেখি সকলেই বিঘৎ খানেক পুরানো হয়ে গেছি
অপ্রতিরোদ্ধ হাওয়ায় ক্যালেন্ডার ফর ফর করে ওড়ে, দেখি
নূতন স্কুলব্যাগে নূতন বই নিয়ে শিশুরা চলছে সারে সারে
বুঝে যাই  
নববর্ষ  তাদের জন্য আসে ,যারা তাকে বয়ে নিয়ে যেতে পারে ।।


       ------- শ্রীতরুণ (১৫/৪/২০১৫)
                 ১লা বৈশাখ, ১৪২২