একটি দীর্ঘকায় আইসক্রিম হাতে ধরিয়ে দিলে, আর
নিজে অবজ্ঞায়,  বিস্মরণে , মগ্ন হয়ে গেলে


আমি তাকে দুহাতে জাপটে ধরি, প্রাণপণে চেটে যাই
স্বপ্ন গলে গলে পড়ে আঙ্গুলের  জাফরি বেয়ে  
গলিত আশার উচ্ছিষ্ট ফেনা নিয়ে সারা গায়ে
আমি গর্বিত হয়েছি অনেক,  তারপরে দিন শেষে দেখি
ছাপ মারা একটুকরো কাঠি রয়েছে আমার হয়ে ।


এখন ভাবছি  তবে  
- এটার নাম কি দেওয়া যাবে ?  


****
পিপাসার্ত রাক্ষসের মুখে আমাকে ফেলে রেখে  
যে যার মত চলে গেল সকলে
নদী রাস্তা ঝড়
অপাপবিদ্ধ নই তবু করে ভয়
(জালে পড়া সিংহকেও  ইঁদুরের পায়ে ধরতে হয়) ।


খালি মাঠ খেতে আসে, শুকনো খাল চাটতে থাকে গাল
হাওয়া কানে ফিস ফিস করে অকথা কুকথা বলে যায়
আমি আবহাওয়া সংবাদ পেতে নব ঘুরিয়ে ঘুরিয়ে  
প্রানপনে এদেশ  ওদেশ করতে থাকি
    - মহাপ্লাবন আসতে আরও কত বাকি ?  


          ------শ্রীতরুণ  ( 19/4/2015)